শুধু মাজার জিয়ারত ও নির্বাচনি প্রচারণা শুরুই নয়, সিলেটবাসীর জন্য উপহারও নিয়ে আসছেন শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর এবারের সিলেট সফরসূচিতে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হবে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা। আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রথম জনসভা হওয়ায় স্মরণকালের সেরা জনসমাগমের মাধ্যমে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলের নেতাকর্মীরা বিরামহীন কাজ করে যাচ্ছেন।
আহমদ হোসেন আরও বলেন, ‘গত নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বচনেরও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। আমরা আশা করছি, এবারও সবগুলো আসনই আমাদের থাকবে। এর জন্য প্রধানমন্ত্রীর সফর বেশ গুরুত্বপূর্ণ।’ দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর সিলেটে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় আনুষ্ঠানিক সফর বলে জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর তিন মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নের বিরতি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকাল ৩টায় একই মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এবারের সিলেট সফরে প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন, তার তালিকায় রয়েছে— হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্যবর্ধন ও মাজারে যাতায়াতের প্রধান রাস্তা দুই কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন, পিরোজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি করপোরেশনের ১২ তলা ভিতের পাঁচ তলা ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক, রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক মজবুত করা, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর- শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলের কাজ, শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিন তলা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।
আরও পড়ুন-
খালেদা জিয়াই করণীয় জানাবেন
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের জায়গা সংকুচিত হচ্ছে