রায়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই: এরশাদ




হুসেইন মুহম্মদ এরশাদজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রায়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। রায়ে আমারা খুশি না অখুশি, এটা বড় বিষয় নয়। আদালত রায় দিয়েছেন, আমরা সেটাকে সম্মান করি।’
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এরশাদকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার (হোসেইন মুহম্মদ এরশাদ) এর চেয়ে বেশি কিছু বলতে চান না। এর বেশি প্রতিক্রিয়া নেই।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।