এক কর্মসূচির স্থান তিনবার পরিবর্তন করলো বিএনপি

বিএনপি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির স্থান তিনবার পরিবর্তন করেছে দলটি।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু সোমবার রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির স্থান পরিবর্তন করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সাংবাদিকদের এক ক্ষুদেবার্তা পাঠিয়ে জানান, কর্মসূচির স্থান আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন স্থান নির্ধারণ করা হয়েছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

তবে কী কারণে কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে- জানতে চাইলে বেলাল আহমেদ কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।

আরও পড়ুন:
খালেদা জিয়াকে দেখতে সারাদিনে কেউ যাননি