নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা দুলুর আগাম জামিন

রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ছবি-সংগৃহীত)নাশকতার অভিযোগে দায়ের করা ১৪ মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার আমিনুল হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ।
২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে ১৪ মামলায় জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
তবে জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।