খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো না মহিলা দলের নেত্রীদের





খালেদা জিয়া (ফাইল ছবি)বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বৃহস্পতিবারও (১৫ ফেব্রুয়ারি) দেখা করতে পারেননি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা। তারা বলেন, খালেদা জিয়া তাদের মা। তারা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু দেখা করতে পারেননি।
বৃহস্পতিবার দুপুরে নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে দেখতে এসে কারা ফটকের সামনে সাংবাদিকদের তারা এসব কথা বলেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, 'আমরা আমাদের মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু দেখা করতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা অনুমতির জন্য ডিআইজি সাহেবের কাছে গিয়েছিলাম। আমাদের আবেদনপত্র উনি রেখে দিয়েছেন, অনুমতির জন্য চেষ্টা করবেন। যদি অনুমতি দেওয়া হয় তাহলে তিনি আমাদের জানাবেন। আজ আমরা অনুমতি পাইনি।’
খালেদা জিয়া কেমন আছেন প্রশ্ন করলে মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেন, ‘আমরাও জানতে চাই, তিনি কেমন আছেন। এজন্য আমরা দেখা করতে চাই। আমারা শুনতে পেরেছি আমাদের নেত্রীকে একটি চৌকিতে রাখা হচ্ছে। তিনি ঠিকভাবে খেতে পারছেন না। ঘুমাতে পারছেন না। ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। সে কারণে আমরা এসেছি, তিনি কেমন আছেন নিজের চোখে দেখতে।'
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া নেত্রীদের মধ্যে আরও ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন প্রমুখ।