খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাঁচ স্বজন

পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক (ফাইল ছবি)কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেছেন তার বড় বোন সেলিনা ইসলামসহ পাঁচ স্বজন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। দেখা করে পাঁচটা ৫৫ মিনিটে তারা বের হয়ে আসেন। বের হওয়ার সময় মিডিয়া কর্মীরা অনুরোধ জানালেও তারা কোনও কথা বলেননি। গেটে গাড়িও থামাননি।

এই গাড়িতে করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার স্বজনরা। কারাগারের সামনে থেকে তোলাপরে এডিশনাল আইজি প্রিজন কর্নেল ইকবাল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, সেলিনা ইসলামের সঙ্গে ছিলেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নে অভিক ইস্কান্দার, মো. হাসান এবং একটি শিশু। এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন। চলাফেরা, খাওয়া-দাওয়া সবই ঠিকঠাক আছে।’

এর আগে কারা ফটকে দায়িত্বরত পুলিশের এসআই আরিফ জানান, বিকাল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার স্বজনরা ভেতরে ঢুকেছেন। সাড়ে পাঁচটা পর্যন্ত কথা বলার সময় পাবেন তারা।

গত ৯ ফেব্রুয়ারিও সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন।

গত ৮ ফেব্রুয়ারি এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ওইদিনই বন্ধ হয়ে যাওয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়।