রায়ের সার্টিফায়েড কপি আজও পেলেন না খালেদা জিয়ার আইনজীবীরা

 


৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়ারবিবারও (১৮ ফেব্রুয়ারি) পাওয়া যায়নি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি। এ মামলায় দণ্ডিত খালেদা জিয়ার আইনজীবীরা নিশ্চিত করে বলতে পারনেনি, তারা কবে রায়ের সার্টিফায়েড কপি পাবেন। তবে আদালত সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার পাওয়া যাবে।

রবিবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া রায়ের পেতে আদালতে যান। আদালতের তরফে সুনির্দিষ্টভাবে কিছু না বলা হলেও তিনি আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন, ‘আজ আমরা রায়ের সার্টিফায়েড কপি পাবো।’

খালেদা জিয়ার আরেক আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘এনিয়ে গত তিনটি কার্যদিবস আদালত থেকে বলা হলেও আমরা এখন পর্যন্ত রায়ের কপি পাইনি।’

তবে, আদালত সূত্র থেকে জানা গেছে, আগামীকাল সোমবার রায়ের কপি পাওয়া যাবে। আদালতের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কপিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল তারা (খালেদা জিয়ার আইনজীবীরা) কপি পাবেন।’

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রায়ের কপি পেতে সানাউল্লাহ মিয়া তিন হাজার ফলিও (পেপার) জমা দেন ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে।