খালেদা জিয়ার আপিল এ সপ্তাহেই

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে এ সপ্তাহেই আপিল করা হবে বলে জানিয়েছেন এ মামলায় সাজা পাওয়া খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামানের কার্যালয় থেকে মামলার সার্টিফায়েড কপি পাওয়ার পর তিনি এ কথা জানান।

সানাউল্লাহ মিয়া রায়ের কপি হাতে পাওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিনিয়র আইনজীবীরা রায় খতিয়ে দেখে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। তবে আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পারবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করবো আগামীকাল আপিলসহ জামিনের আবেদন করতে।’

তিনি বলেন, ‘আগামীকাল যদি আপিল না করা যায় তাহলে বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) আপিল করবো।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় আদালত বন্ধ থাকবে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। এই একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।