৭ মার্চকে ঘিরে আ. লীগের সপ্তাহব্যাপী কর্মসূচি

৭ মার্চের ভাষণ (ফাইল ছবি)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ মার্চ উপলক্ষে দেশব্যাপী সাত দিনের কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ করা হবে, মাইকে প্রচার করা হবে বঙ্গবন্ধুর ভাষণ।
এ ছাড়া, র্যা লি, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রকাশের মতো আয়োজনও থাকছে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী পরিকল্পনায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহব্যাপী এই আয়োজনের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩১ অক্টোবর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। অনন্য এই অর্জন উদযাপন করতেই বৈচিত্র্যময় এই আয়োজন করেছেন আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ মার্চকে ঘিরে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। বাসস।