জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ সরকার গঠন করবে: সাঈদ খোকন

 

 

 

মেয়র সাঈদ খোকনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘আমরা জনগণকে সংগঠিত করে ২০১৮ সালের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন জয়ের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির সংগ্রামের বাস্তব রূপ দিতে চাই। আপনারা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করবে।’

রবিবার (৪ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের ৭ মার্চের জনসভা সামনে রেখে ঢাকার সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথসভায় তিনি এ কথা বলেন। এ যৌথসভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সাঈদ খোকন বলেন, ‘সরকার গঠন করার পর অর্থনৈতিক মুক্তির সংগ্রামের যে সূচনা হয়েছে তার সফল পরিণতির মধ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার কন্যার নেতৃত্বে আমরা নতুন প্রজন্ম আরেক বার ঘোষণা করবো। আমরা শেখ হাসিনার সঙ্গে আছি এবং থাকবো।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির সনদ হিসেবে ইউনেসকো স্বীকৃতি দিয়েছে। যত দিন মানব সভ্যতা থাকবে, পৃথিবীতে রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে, জাতিসংঘ থাকবে তত দিন মহান মুজিবের ভাষণ বেঁচে থাকবে।’

মেয়র সাঈদ খোকন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে এই শহরের ইতিহাস লিখে গেছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বাংলার মানুষের রায় ও ভালোবাসা নিয়েই তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছেন। বাংলাদেশ আজ অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে চলছে।’

মহানগর আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আগামী ৭ মার্চ শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমরা এই শহরে থেকে সেদিন লাখ লাখ মানুষ জমায়েত হয়ে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত হতে চাই। আপনারা সবাই সেদিন আসবেন। আপনারা শেখ হাসিনার কথা পাড়া-মহল্লায় জনগণের কাছে পৌঁছে দেবেন।’

ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবু আহমদ মান্নাফি প্রমুখ।