বয়োবৃদ্ধ অর্থমন্ত্রীর বক্তব্য অযৌক্তিক: জামায়াত





-জামায়াতে ইসলামী দেশ ও স্বাধীনতার শত্রু এবং তাদের দেশ থেকে বের করে দেওয়া উচিত বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৬ মার্চ) বিকালে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান অর্থমন্ত্রীকে বয়োবৃদ্ধ আখ্যায়িত করে তার বক্তব্যটি অন্যায়, অসত্য, অযৌক্তিক বলে দাবি করেন।
গত সোমবার (৫ মার্চ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াত স্বাধীনতার শত্রু, জামায়াত দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।’

বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল ৫ মার্চ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ অন্যায়, অসত্য, অযৌক্তিক ও কুরুচিপূর্ণ। দেশের অন্যতম বৃহৎ ও প্রতিষ্ঠিত একটি ইসলামী দল সম্পর্কে তার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন, হাস্যকর ও কুরুচিপূর্ণ বক্তব্যে দেশবাসী বিস্মিত হয়েছে।’ 
জামায়াতের ভূমিকা গঠনমূলক দাবি করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর দয়া এবং করুণার ওপর নির্ভর করে জামায়াত রাজনীতি করে না। জামায়াতের রাজনীতি এ দেশের মানুষের জন্য। জনগণের কল্যাণের উদ্দেশ্যে। তাই তার হাস্যকর বক্তব্য জনগণের ওপর কোনই প্রভাব ফেলেনি।’ 
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি হিসেবে অর্থমন্ত্রী জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের অন্যায়, অযৌক্তিক, বেআইনি ও হাস্যকর বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন।’