জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজমায়েত করবে ১৪ দলীয় জোট

মুহম্মদ জাফর ইকবালশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোট। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে এ কথা জানানো হয়।
মুখপাত্র হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের একজন প্রখ্যাত শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। জাফর ইকবালের ওপর এই হামলার প্রতিবাদে ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল।’
আওয়ামী লীগের এই রাজনীতিবিদ বলেন, ‘১৪ দল মনে করে এ ঘটনার মাধ্যমে কোনও অশুভ শক্তির ইঙ্গিতে পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আগামী সংসদ নির্বাচনকে ভন্ডুল করার জন্য এই অশুভ শক্তি তৎপর। এ হামলার মাধ্যমে পরিবেশকে উত্তপ্ত করার অশুভ ইঙ্গিত দিচ্ছে বিএনপি-জামায়েত।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৈঠক করেছেন তার দলের আট জন নেতা। এ ঘটনা উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমার জানা মতে, জেলখানায় কখনও এমন বৈঠক হতে শুনিনি। এদেশে জেলখানায় কোনও দলের নেতাদের বৈঠকের ঘটনা এটাই প্রথম। খালেদা জিয়া জেলে থাকলেও ভালো আছেন, সেখানে বসে দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক করে ফেলেছেন। এজন্য সরকারকে তার সাধুবাদ জানানো উচিত।’

এদিকে মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে ১৪ দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে ছিলেন জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।