২০ দলীয় জোটকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না: জামায়াত





জামায়াতে ইসলামীশান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করা জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে জামায়াতে ইসলামী অভিযোগ করে বলেছে, সরকার ২০ দলীয় জোটকে সে অধিকার ভোগ করতে দিচ্ছে না। শনিবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ অভিযোগ করেছে।
বিবৃতিতে দাবি করা হয়, ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করছে। কিন্তু সরকার তা করতে দিচ্ছে না। বিনা উসকানিতে নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
বিবৃতিতে বলা হয়, গত ৭ মার্চ আওয়ামী লীগের চারটি মিছিলে নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে; এসব খবর জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে। এটা জাতির জন্য লজ্জার ও উদ্বেগজনক।