জরুরি বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা

বিএনপিপ্রথমবারের মতো চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেছেন।

বিএনপির সূত্রগুলো জানায়, বিভাগীয় পর্যায়ে সমাবেশ, সিটি করপোরেশনগুলোয় নির্বাচনে প্রার্থী নির্ধারণ ও পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

গুলশানে উপস্থিত একটি প্রভাবশালী গোয়েন্দা সূত্র জানায়, চট্টগ্রামে সমাবেশ আয়োজন নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বৈঠকটি হচ্ছে।

বৈঠকে উপস্থিত আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।