শঙ্কা থাকলেও খালেদা জিয়ার জামিনে খুশি বিএনপি নেতারা

বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ মার্চ) আদালতের এ আদেশে আনন্দিত দলটির নেতারা। তবে এ জামিন আবেদনের বিরুদ্ধে সরকার আপিল করতে পারে এমন শঙ্কাও করছেন তারা।

সোমবার খালেদা জিয়ার জামিন আদেশের পর বাংলা ট্রিবিউনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রয়ায় বিএনপির নেতারা এসব তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের আদেশে আমরা খুশি। এখন আমরা সব প্রসেস সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।’

তিনি আরও বলেন, ‘এখন দেখার বিষয়, জামিনের ব্যাপারে সরকার আপিল করে কিনা। আশা করবো, সরকার এ নিয়ে আর বাড়াবাড়ি করবে না। সরকার আপিল না করলে আশা করি কালকে মধ্যে তিনি (খালেদা জিয়া) বের হয়ে যাবেন।’

বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জামিনের আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা আইনিভাবে মামলা মোকাবিলা করবো। আশা করি ম্যাডাম এ মামলা থেকে খালাস পাবেন।