খালেদা জিয়ার জামিনের খবরে জেলগেটে নেতাকর্মীদের ভিড়

খালেদা জিয়ার জামিনের খবরে কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের খবরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক জনতার ভিড় বাড়ছে। এর মধ্যে অধিকাংশই দলটির সাধারণ নেতাকর্মী। জেলগেটের সামনে তাদের উজ্জীবিত দেখা গেছে। অনেকেই জামিনের কথা শুনে খালেদা জিয়া জেল থেকে বের হবেন এ আশায় তাকে দেখার জন্য জড়ো হচ্ছেন। উৎসুক কয়েকজন কর্মীকে জেলগেট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ দিতেও দেখা গেছে। পুলিশের পক্ষও থেকে বিরূপ আচরণ দেখা যায়নি।

মো. মোবারক উল্যাহ নামে একজন কর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমি খুবই খুশি। নেত্রীকে দেখার জন্য জেলগেটে এসেছি। ফেসবুক লাইভের মাধ্যমে বন্ধুদের জেলগেটের অবস্থা দেখিয়েছে। আমার বিশ্বাস তিনি আজ মুক্তি পাবেন।

খালেদা জিয়ার জামিনের খবরে কারাগারের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়

চাঁদপুর থেকে আসা খুরশিদা পাটোয়ারী নামে এক নারী বাংলা ট্রিবিউনকে বলেন, আমার মায়ের জন্য এসেছি। ম্যাডাম আমার মা। তার খানা নেই ঘুম নেই। আমরাও অশান্তিতে আছি। আজ এক মাস চারদিন তাকে আটকিয়ে রেখেছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিনই তাকে গ্রেফতার দেখিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর জামিন আবেদনের শুনানি শেষে আজ তাকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দিয়েছেন আদালত।