‘কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে’

হাছান মাহমুদআওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমদু বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও মতানৈক্য থাকবে। সেটা আমরাই আলোচনা করে সমাধান করবো। এটা আমাদের ঘরোয়া ব্যাপার। তিনি বলেন, ‘কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ন্যাপ ভাসানী ও মওলানা ভাসানী ঐক্যজোট এ আলোচনা সভার আয়োজন করে।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান ও মওলানা ভাসানী ঐক্যজোটের আহ্বায়ক এম এ ভাসানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হাছান মাহমুদ বলেন, ‘গতকাল (বুধবার) বিএনপি নালিশ দেওয়ার জন্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে। তাদের কাজ হচ্ছে দেশের বিষয়ে বিদেশিদের কাছে নালিশ দেওয়া। এটা আমাদের জন্য দুর্নাম। কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে। নালিশ যদি থাকে জনগণের কাছে দিন, বিদেশিদের কাছে নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও মতানৈক্য থাকবে। সেটা আমরাই আলোচনা করে সমাধান করবো। এটা আমাদের ঘরোয়া ব্যাপার। এগুলো বিদেশিদের কাছে যারা নিয়ে যান, তারা জাতিকে অপমান করেন।’

বিএনপিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র আপনাদের দুর্নীতিবাজ চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে রক্ষা করার রাজনীতি থেকে সরে আসুন।’

হাছান মাহমুদ বলেন, ‘মওদুদ আহমদ সাহেবদের ওপর বেগম জিয়া আর তারেক জিয়ার কোনও আস্থা নাই। সে জন্যই উনারা এখন ব্রিটিশ আইনজীবী ভাড়া করেছেন। এই ব্রিটিশ আইনজীবী যুদ্ধাপরাধীদের আইনি পরামর্শক ছিলেন। ব্রিটেনে এত আইনজীবী আছে, কাউকে খুঁজে পেলেন না? যুদ্ধাপরাধীদের আইনজীবীকে পেলেন?’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা আশা করবো, বিএনপি আইনের পথে হেঁটে বেগম জিয়াকে মুক্ত করার চেষ্টা করবে। বেগম জিয়ার এমন পরিণতি আমরাও কামনা করিনি।’