নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে আলোচনায় বিএনপি নেতারা

 



বিএনপিনির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে সোমবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আলোচনায় বসেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে।
ওই বৈঠকের আলোচনার বিষয় ঠিক করতে আলোচনায় বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমদু চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আব্দুর রশিদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব আব্দুস সাত্তার।
এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখন মিটিংয়ে আছি। পরে কথা বলবো।’