খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনরা

খালেদা জিয়া (ফাইল ছবি)কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। মঙ্গলবার (২৪ এপ্রিল) পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বোন সেলিমা ইসলাম, ভাতিজা শাহিনা জামান, অভিক ইস্কান্দার, ভাগনি বেবি ইসলাম, ভাগ্নে মো. মামুন দেখা করেন। 

বিকাল ৪টা ২০ থেকে ৫টা ৫০ পর্যন্ত তারা কারাগারের ভেতরে অবস্থান করেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফাইয়াজ শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।  

গত কয়েকদিন ধরে বিএনপির নেতারা অভিযোগ করছেন, কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরও বেড়েছে। কারাগারে তাকে অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে। তিনি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি দলটির। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে তার পরিবারের যারা দেখা করছেন, তাদের সঙ্গে এখনও আমার কথা হয়নি। কথা হলে বলতে পারবো তিনি এখন কেমন আছেন।’ 

গত ৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওইদিন থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

৫৯ দিন কারাবন্দি থাকার পর গত ৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।