‘ইনশাল্লাহ, স্যাটেলাইট উৎক্ষেপণ হবে’

 

শেখ হাসিনা (ফাইল ছবি)বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মাত্র ৪৬ সেকেন্ডের জন্য উৎক্ষেপণ হতে পারেনি। তবে অবশ্যই হবে। তিনি সম্ভাব্য এ উৎক্ষেপণকে ‘আকাশ জয়’ বলেও মন্তব্য করেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। শুক্রবার (১১ মে) বিকাল ৪টায় শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়। কিন্তু কারিগরি কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের সফলতা অনেক কিছুর ওপর নির্ভর করে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; স্যাটেলাইট অবশ্যই মহাকাশে যাবে। 

আরও পড়ুন:

'বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস'