ইলিয়াস আলীর বাসায় বিএনপির নেতারা

লুনা রুশদীর সঙ্গে কথা বিএনপির দুই নেতানিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তাদের ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীর সিলেট হাউসের বাসায় গিয়ে তারা দেখা করেন। নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদদ্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য রফিক হেলালী, সাবেক এমপি শাম্মী আখতার ও সুনামগঞ্জ জেলার নেতা নরুল ইসলাম সাজু। 

এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের নেতারা ইলিয়াস আলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পাশে থাকার কথা দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টেলিফোনে তাদের খোঁজ নেন।’  

এদিকে, সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মঙ্গলবার সেহরির আগে ইলিয়াস আলীর বাসায় তল্লাশির নামে ডিবি পরিচয়ে পুলিশ গিয়েছে। দরজা খোলার জন্য তারা ধাক্কাধাক্কি করেছে। এতে অসুস্থ তাহসিনা রুশদী আতঙ্কিত হয়ে দলের নেতাদের ফোনে বিষয়টি জানান। পরে গণমাধ্যমের উপস্থিতিতে ইলিয়াস আলীর বাসার বাইরে অবস্থান নেওয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা চলে যায়।