সিইসির সঙ্গে বিএনপির বৈঠক মঙ্গলবার


বিএনপি


আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২৯ মে) বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল। তিন সদস্যের এ প্রতিনিধিদলের সদস্যরা হলেন স্থায়ী কিমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।


বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে এ বৈঠক হতে পারে।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, ইসির সঙ্গে বৈঠকে দলের পক্ষে থেকে কয়েকটি দাবি তুলে ধরা হবে। এর মধ্যে থাকতে পারে গাজীপুর সিটি নির্বাচনের আগে এই জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহার করা এবং সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিয়ে আচরণবিধির সংশোধনী বাতিল করা। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টিও তুলে ধরা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘আগামীকাল বিএনপির প্রতিনিধিদল জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করবে। এছাড়া বর্তমানে বিএনপি সভা-সমাবেশ করতে না পারা, নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার না করার বিষয়েও সিইসিকে বলা হবে।
এর আগে সিইসির সঙ্গে বিভিন্ন বৈঠকে বিএনপি পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়েছিল। এর মধ্যে ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সহায়ক সরকার নিশ্চিত করা, ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া, প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনের অন্তত ৭ দিন আগে মোতায়েন করা, ই-ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধ করা, সব রাজনৈতিক দলকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দেওয়াসহ আরও কিছু দাবি করা হয়েছিল।