সরকার পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে: মির্জা ফখরুল






জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধাবিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। বুধবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘সরকার পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। দেশনেত্রীকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে।’

তিনি বলেন, ‘আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং দেশনেত্রীকে মুক্ত করবো।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওলামা দলের উদ্যোগে জিয়াউর রহমানের কবরে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে টিএন্ডটি খেলার মাঠে গরীবদের মাঝে ইফতার সামগ্রী, শুকনা খাবার ও কাপড় বিতরণ করা হয়।
আরও পড়ুন- সরকার সরাতে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের