বাজেট কল্পনাবিলাসী: জামায়াত





জামায়াতে ইসলামী২০১৮-১৯  অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার  বিরাট অঙ্কের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৭ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডা. শফিক বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেই অর্থনীতিবিদরা মনে করেন। পেশ করা বাজেট অদূরদর্শী, উচ্চাকাঙ্ক্ষী, কল্পনাবিলাসী ও নির্বাচনমুখী।’
জামায়াত সেক্রেটারি বলেন, ‘বর্তমান সরকারের ৯ বছরে আমরা লক্ষ্য করে আসছি যে, সরকার প্রায় প্রতিবছরই মোটা অঙ্কের বাজেট পেশ করলেও দুর্নীতি, অনিয়ম ও নানা বিশৃঙ্খলার কারণে তা বাস্তবায়নে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত বাজেট কাটছাট করতে বাধ্য হয়। সদ্য পেশ করা বাজেটের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে।’
ডা. শফিক বলেন, ‘পেশ করা বাজেট অনেকাংশে বিদেশি ও দেশি ঋণ নির্ভর। করমুক্ত আয়ের সীমা গত কয়েক বছর যাবত দুই লাখ ৫০ হাজার টাকা রাখা হচ্ছে। অথচ করমুক্ত আয়ের সীমা আরও  অন্তত একলাখ টাকা বাড়িয়ে করে তিন লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা উচিত ছিল। এ বাজেট দুর্নীতি আরও  বাড়াবে। সরকারের দলীয় লোকদের স্বার্থ হাসিল হবে। কিন্তু জনগণের কোনও কল্যাণ হবে না।’