চিকিৎসার নামে বিদেশে যাওয়ার ইতিহাস রয়েছে শেখ হাসিনার: রিজভী





রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)চিকিৎসার নামে বিদেশে যাওয়ার ইতিহাস ও ঐতিহ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘‘বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া বিদেশ যাওয়ার জন্য ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। চিকিৎসকদের দিয়ে বিদেশে যাওয়ার সুপারিশ করিয়ে নেবেন তিনি। এ জন্য পাঁয়তারা করছেন।’ আমি বলবো—এভাবে বিদেশে যাওয়ার ইতিহাস ও ঐতিহ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে, খালেদা জিয়ার নয়। রিজভী আরও বলেন, ‘বাণিজ্যমন্ত্রী ভুলে গেছেন, কারাগার থেকে চিকিৎসার নামে বিদেশে যাওয়ার ইতিহাস ও ঐতিহ্য আপনার নেত্রীর রয়েছে। ১/১১-এর সরকারের সময়ে কারাগার থেকে চিকিৎসার নামে শেখ হাসিনাই বিদেশে গিয়েছিলেন। বেগম জিয়া এমন একজন নেত্রী, যাকে জোর করে দেশ থেকে পাঠানো যায়নি। কিন্তু আপনার নেত্রী সহজেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।’


সে সময় খালেদা জিয়ার অনড় ও অনমনীয়তার কারণে ১/১১ সরকার ব্যর্থ হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘এ জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আপনি মন্ত্রী হয়েছেন। কিন্তু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিগত পাঁচ বছর অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান এজন্য যে তার হাঁটুতে যে মেটালিক প্লেট আছে, সেটির এক্সরে এবং উন্নতমানের এমআরআই ও সিটি স্ক্যানের ব্যবস্থা সেখানে আছে। তার ব্যক্তিগত চিকিৎসকরাও সেই পরামর্শই দিয়েছেন। যথাযথ পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই হাসপাতালের কথা বলা হয়েছে। চিকিৎসা নিয়ে আওয়ামী সরকারের পানি ঘোলা করার উদ্দেশ্যই হচ্ছে, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে নিঃশেষ করে দেওয়া।’
প্রধানমন্ত্রীর চিন্তাচেতনায় মানবিকতা সহমর্মিতার কোনও বালাই নেই বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘আছে শুধু হত্যার হুমকি আর রক্তের নেশা। তাই দেশব্যাপী চলছে বেআইনি বিচারবহির্ভূত হত্যার মহাযজ্ঞ।’
খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে দিতে হবে উল্লেখ করে বিএনপি নেতা রিজভী বলেন, ‘এ নিয়ে কোনও টালবাহানা জনগণ মেনে নেবে না।’