বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান খেলাফত মজলিসের

 



খেলাফত মজলিসবন্যাকবলিত মৌলভীবাজারের পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার (১৮ জুন) এক বিবৃতিতে দলটি এ আহবান জানায়।



বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যায় এ পর্যন্ত ৮ জন নিহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও মনু নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজার শহরে ভয়াবহ বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। বন্যায় এ অঞ্চলের সড়ক-মহাসড়ক ডুবে গেছে। লাখো মানুষের ঘর-বাড়ি পানির নিচে চলে গেছে।
বিবৃতে বলা হয়, শহর রক্ষা বাঁধ ভেঙে মনু নদীর পানি হঠাৎ করে শহরে ঢুকে পড়ায় মানুষ ঘর-বাড়ির প্রয়োজনীয় মালামাল পর্যন্ত সরাতে পারেননি। পানিবন্দি মানুষ চরম অনিশ্চয়তা ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনও ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
জরুরিভাবে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনসহ সমাজের সামর্থবান মানুষদের মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছে দলটি।