‘ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবো’

36188978_10215515367064853_2285636137273786368_nগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেছেন, ‘ভোটের দিন যত ঝড়-বৃষ্টি ও বাধা থাকুক না কেন, আপনারা কেন্দ্রে ভোট দিতে আসবেন। নিজের জীবন দিয়ে হলেও ভোট কারচুপি ঠেকাবো।’

রবিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে টঙ্গীতে বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যদি ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হয়, তবে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবো।’

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আপনার সংশয় কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, জাহাঙ্গীরের সঙ্গে দেখা করো, নয়তো এলাকা ছেড়ে পালাও। আমাদের নেতাকর্মীদের জীবনের কোনও নিরাপত্তা নেই।’  

হাসান উদ্দিন সরকার

নির্বাচন প্রসঙ্গে হাসান উদ্দিন সরকার বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার যে নিয়ম- কানুন কমিশন থেকে দেওয়া হয়েছে, সরকার সেটি সস্পূর্ণভাবে বাস্তবায়ন করুক, এটাই আমরা দেখতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী নতুন কৌশল অবলম্বন করছে। তারা কাউকে নরসিংদী, টাঙ্গাইল, নয়তো নারায়ণগঞ্জ অথবা ঢাকা জেলায় পাঠিয়ে দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের এখনও জামিনে বের করতে পারিনি। কারণ, নির্বাচনের একদিন আগে কোর্টে তাদের হাজিরার তারিখ ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘নৌকার প্রার্থী পুলিশের গাড়িতে করে ঘুরছে। অনেক পত্রিকায় এ ছবি এসেছে।’

হাসান উদ্দিন সরকার বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। আমি বলতে চাই, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে গাজীপুরে আমিই শেষ মুক্তিযোদ্ধা হবো, আর কোনও মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। আর মুক্তিযোদ্ধার প্রতি অবিচার করা ঠিক না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমাদের আশা। এই নির্বাচন শেষ নির্বাচন নয়। যতদিন দেশ, সমাজ ও মানুষ থাকবে ততদিন নির্বাচন হবে। মানুষ বাঁচে দুইভাবে- সম্মান নিয়ে ও ঘৃণায়। আমি মুক্তিযোদ্ধার সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাবো। জনগণ আমাদের সঙ্গে আছেন।’

ছবি: সাজ্জাদ হোসেন