ছাত্রদের প্রতি নিষ্ঠুরতা কাম্য নয়: যুক্তফ্রন্ট





অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব এবং মাহমুদুর রহমান মান্না (ছবি- সংগৃহীত)ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার (৩০ জুন) কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছাত্রদের ওপর হওয়া হামলার নিন্দা করেছে যুক্তফ্রন্ট। এই জোটের নেতারা বলেছেন, সব ছাত্রই তাদের সন্তান, সুতরাং সন্তানদের প্রতি নিষ্ঠুরতা তাদের কাম্য নয়।
রবিবার (১ জুলাই) এক যুক্ত বিবৃতিতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
বিবৃতিতে নেতারা বলেন, ‘শনিবারের ঘটনার কথা জেনে আমরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত না হয়ে পারি না। ক্ষমতার দর্পে অথবা অহঙ্কারে যারা এ ধরনের কাজ করে তারা ভুলে যায় যে, ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়।’