দেশে ফিরেছেন এরশাদ


হুসেইন মুহম্মদ এরশাদ (ছবি: সংগৃহীত)
ভারতে সফর শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরেছেন। বুধবার বিকেল ৪ টায় জেট এয়ারওয়েজ এর একটি বিমানে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, মেজর মো. খালেদ আখতার (অব.)।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পার্টির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এরশাদের ভারত সফর নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বিমানবন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানান পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি,  গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আবদুল মান্নান, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, এস.এম. ফয়সল চিশতি, এটিইউ তাজ রহমান, নাসরিন জাহান রত্না এমপি, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিস্টার দিলারা খন্দকার, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা  রেজাউল ইসলাম ভূইয়া, মো. সেলিম উদ্দিন এমপি, মো. নোমান এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, মো. নুরুল ইসলাম নুরু, জিয়াউল হক মৃধা এমপি, নুরুল ইসলাম মিলন এমপি, এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, মোস্তাকুর রহমান মোস্তাক, ইয়াহ্ইয়া চৌধুরী এমপি। পার্টির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূইয়া এমপি।