জাপার নেতাদের সংবাদমাধ্যমে কথা বলতে এরশাদের অনুমতি লাগবে






জাতীয় পার্টি

এখন থেকে জাতীয় পার্টির (জাপা) নেতাদের পত্রপত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে কথা বলতে এবং টেলিভিশন টকশো’তে অংশ নিতে অনুমতি লাগবে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পূর্বানুমতি ছাড়া গণমাধ্যমে তারা কথা বলতে পারবেন না। শুক্রবার (৩ আগস্ট) বিকালে সিনিয়র নেতাদের সঙ্গে বসে এরশাদ এ সিদ্ধান্ত নেন।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালসহ সব গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেও পার্টি চেয়ারম্যানের অনুমতি নিতে বলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নির্দেশ দিয়েছেন। এই আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে।’
জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে সন্ধ্যায় এ বিষয়ে দলের চেয়ারম্যান এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশেষ করে কিছু নেতাকর্মী দলের কৌশল না জেনে, না বুঝে টেলিভিশনে, গণমাধ্যমে কথা বলেন। এতে করে মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ কারণে স্যার মনে করেছেন, মিডিয়ায় কথা বলার আগে তার অনুমতি নিতে হবে।’
জিএম কাদের আরও বলেন, ‘আলোচনায় অনেকে পার্টির দুর্নাম করে বেড়ায়, সরকারের প্রশংসা করে বা বিরোধী দলের সমালোচনা করে দলের কৌশল না জেনে। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এটা বন্ধ করতেই এই সিদ্ধান্ত।’
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা তো ব্যক্তিমালিকানার সংগঠন। এ কারণেই এ সিদ্ধান্ত। যেখানে মত প্রকাশের সুযোগ নেই, সেখানেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।’