‘আওয়ামী লীগ অফিসে হামলার কোনও এজেন্ডা শিক্ষার্থীদের ছিল না’





ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)

কোমলমতি শিক্ষার্থীদের আওয়ামী লীগ অফিসে হামলার কোনও এজেন্ডা ছিল না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না কিশোর-কিশোরী, সাধারণ শিক্ষার্থীরা কেউ অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে। কোমলমতি শিক্ষার্থীদের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাদের আওয়ামী লীগের অফিসে হামলা করার কোনও এজেন্ডা ছিল না। এই এজেন্ডা তাদের, যারা এই আন্দোলনের ওপর ভর করে তাদের রাজনৈতিক দাবা খেলায় মেতে উঠেছে।’
সোমবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রবিবার (৫ আগস্ট) শাহবাগ-স্যায়েন্সল্যাব এলাকার হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত অভিযোগ করে কাদের বলেন, ‘গতকালকের যে আন্দোলন তা ছাত্র-ছাত্রীদের ছিল না। বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর আহ্বানটি সারাদেশে সিক্রেটলি প্রচার করেছে। এ কারণে সারাদেশ থেকে বিএনপি-জামায়াতের তরুণ ক্যাডাররা ঢাকায় আসে। আর ছাত্র-ছাত্রীর আন্দোলনে গতি পাচ্ছে না, তারা ঘরে ফিরে যাচ্ছে দেখে সেই মুহূর্তে তাদের ক্যাডাররা অস্ত্র নিয়ে শাহবাগ থেকে সাইন্সল্যাব হয়ে বিজিবি গেট পর্যন্ত হামলা চালায়। তাদের টার্গেট ছিল আওয়ামী লীগ অফিস।’
সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘আমাকে বলেন ছাত্রলীগের কারা এর সঙ্গে জড়িত। আমাকে তালিকা দিন। অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী মারুফা আক্তার পপি, গোলাম রাব্বানী চিনু, ইকবাল হোসেন অপু প্রমুখ।