‘মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে ১৪ দলের সংগ্রাম অব্যাহত আছে’

শোক দিবসেরঅনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে ১৪ দলের সংগ্রাম অব্যাহত আছে বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দল আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির অপশাসন, দুর্নীত ও হাওয়া ভবন থেকে দেশের মানুষকে স্বস্থি দিতে গঠিত হয়েছিল ১৪ দলীয় জোট। সে লক্ষ্য রেখেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছে এই দল।’

অনুষ্ঠানে জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরিক দল সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের (একাংশের) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ অন্য অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণ আজাদী লীগের সভাপতি এসকে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।