খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

ছেলের স্ত্রী ও মেয়ে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার বড় বোন সেলিমা ইসলাম, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তার ছোট মেয়ে জা‌হিয়া রহমান‌, ভাগ্নে ড. মামুন ও খালেদা জিয়ার এক ভাতিজী।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানে আছেন।
এদিকে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে খালেদা জিয়াসহ সব বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে নানাভাবে যন্ত্রনা দিয়ে, সুচিকিৎসায় বাধা দিয়ে, পরিত্যক্ত কারাভবনের নির্জন কক্ষে আটক রাখা হয়েছে।’ কোনও গড়িমসি বা বাহানা না করে ঈদের আগেই খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।