সারাদেশে জামায়াত-শিবিরের পাঁচজন নিখোঁজ: মকবুল আহমাদ

মকবুল আহমাদ
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে তার দল ও দলটির অনুজ সংগঠন ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে মকবুল আহমাদ এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি আরও জানান, ‘নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন— দলের  সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী, মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম, হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ।

মকবুল আহমাদ বলেন, ‘এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের হিসাব মতে, বর্তমান সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০১৮ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মোট ৪৩২ জন মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণের পর গুম করেছে। তাদের মধ্যে খোঁজ পাওয়া গেছে ২৫০ জনের। অজ্ঞাতবাস থেকে যারা ফিরে এসেছেন, তারা কেউই অপহরণকারীদের ব্যাপারে মুখ খোলেননি। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চিকিৎসাধীন আছেন।’