কারা আদালত সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত





জামায়াতে ইসলামীকারাগারে আদালত স্থাপন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা পরিচালনার সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির মকবুল আহমাদ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের সংবিধানের আর্টিক্যাল ৩৫ (৩) ধারা মতে, এ ধরনের মামলা প্রকাশ্যে হতে হবে। এখানে ক্যামেরা ট্রায়াল করার কোনও সুযোগ নেই।’
তিনি বলেন, ‘হঠাৎ করে সরকার পুরান ঢাকায় পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিচারালয় বসিয়ে বিএনপির চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার বিচার কার্যক্রম শুরু করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারের এই উদ্যোগ অন্যায়, অনভিপ্রেত ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘সরকার প্রকাশ্যে বিচার করার পরিবর্তে কারাগারের মধ্যে বিচারালয় বসিয়ে বেগম খালেদা জিয়ার বিচারের যে উদ্যোগ গ্রহণ করেছে তা ক্যামেরা ট্রায়ালের শামিল। শুধু তা-ই নয়, সরকারের এই উদ্যোগ সংবিধানের পরিপন্থী। জেলখানার মধ্যে আদালত বসিয়ে কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীর বিচার হতে পারে না। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’