শেখ হাসিনা-এরশাদ বৈঠক: নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর দফতরে রবিবার (৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের বিরতির পর তাদের মধ্যে একঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়। বৈঠকে নির্বাচনকালীন সরকার গঠন ও সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় জাপা চেয়ারম্যান নির্বাচনকালীন সরকারে তার দলের অংশগ্রহণের আগ্রহের কথা জানান।

জানা গেছে, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শেষে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিজ কার্যালয়ে চায়ের দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, নির্বাচনকালীন সরকার ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনি জোট, নির্বাচন পরবর্তী সরকার গঠন সম্পর্কে দুই নেতা আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দীন আহমেদ বাবলু।