জনগণ ভোটের জন্য প্রস্তুত: নাসিম

মোহাম্মদ নাসিম (ফাইল ফটো)স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণ এখন ভোটের জন্য প্রস্তুত।’ তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘তত্ত্বাবধায়ক সরকার’ দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অনেক আগে থেকেই এ ধরনের অযৌক্তিক দাবি করে আসছেন। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে।’
সোমবার রাজধানীর চানখাঁরপুলে নির্মাণাধীন ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, এশিয়ার সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে।
খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে সর্বাধুনিক এ হাসপাতাল নির্মাণে সহায়তার জন্য সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউট উদ্বোধন করবেন বলে আশা করা যায়।
এ সময় বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামসহ সেনাবাহিনী ও বার্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সভাকক্ষে সেনাবাহিনী ও ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বার্ন ইনস্টিটিউটের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।