খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হবে না: গোলাম পরওয়ার





বিএনপির প্রতীকী অনশনে দলীয় নেতাকর্মীরা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে যোগ দিয়ে জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছেন। তাকে কারাগারে রেখে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সেজন্য মামলায় জামিন পাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দেশনেত্রীকে কারাগারে রেখে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। নির্বাচন হতে দেবে না জনগণ।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি চলছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ প্রতীকী অনশনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপির প্রতীকী অনশনপূর্ব নির্ধারিত প্রতীকী অনশন কর্মসূচি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে মৌখিক অনুমতি দেয়।


বিএনপির প্রতীকী অনশনে জামায়াত ইসলামীর সংহতি রয়েছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর বর্বর জুলুম করছে। জেলের ভেতর আদালত বসিয়ে খালেদা জিয়ার ওপর নির্যাতন করা হচ্ছে।’
খালেদা জিয়ার মুক্তিসহ রাজপথে সব আন্দোলন কর্মসূচিতে বিএনপির পাশে থাকবে জামায়াত, বলেন মিয়া গোলাম পরওয়ার।
অনশনে বিএনপি ও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।