‘মধ্যযুগের ডাইনি শিকারের মতো করে বিএনপি নেতাকর্মীদের ধরা হচ্ছে’

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)পাইকারি হারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মধ্যযুগের ডাইনি শিকারের মতো করে বিএনপি নেতাকর্মীদের ধরা হচ্ছে। জাতীয়তাবাদী শক্তির প্রধান কাণ্ডারি খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। কয়েক মাস পরে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অধিকার হারা জনগণ একটি জোরালো আন্দোলনের জন্য অগ্নিগর্ভ হয়ে আছে। এমনিতে সারাদেশে ঝাঁকে ঝাঁকে গায়েবি মামলায় এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তার ওপর দেশজুড়ে বাসাবাড়িতে চলছে বিএনপি নেতাকর্মীদের খোঁজার ধুম।’

শুক্রবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রিজভী।
তার দাবি, বৃহস্পতিবার (৪ অক্টোবর) সারাদেশে দলীয় ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে তাদের নামও উল্লেখ করেছেন রিজভী।
এ সময় রিজভী বলেন, ‘বিশ্বব্যাপী দেশে দেশে জাতীয়তাবাদী নেতারাই থাকে আগ্রাসী শক্তির টার্গেট। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রকৃত অপশক্তিকে পর্দার অন্তরালে ঢেকে রেখে বিচারিক কার্যক্রম চলাকালীন অবস্থায় চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট তৈরি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়ানো হয়েছে মনের ঝাল মেটাতে। এজন্য আইনি প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিয়ে কুটিল চক্রান্তের মাধ্যমে তাকে ভিকটিম করা হয়েছে। এই সময়ের কোনও এক কাশিমবাজার কুঠিতে চক্রান্তজাল বুনেছে চক্রান্তকারীরা।’
বিএনপির ভাবমূর্তি নষ্ট ও আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সৃষ্টির জন্যই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে বলেও জনগণ মনে করে বলে দাবি করেছেন রিজভীর। তিনি বলেন, ‘এই মামলার রায়ের তারিখ আসন্ন নির্বাচনের পূর্বে নির্ধারণ করাটাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শেখ হাসিনার আমলে বিচারের রায় কী হবে তা জনগণ ভালোভাবেই জানে। নির্দোষ খালেদা জিয়াকে কূটকৌশল করে কীভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে তাও জনগণ জানেন।’
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ‘যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়, প্রধান বিচারপতি বিচার পান না, সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে কী বিচার হবে সেটি নিয়ে জনগণ চিন্তিত নয়। কারণ, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার আগেই প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা বলেছেন এই রায়ের পর নাকি বিএনপি আরও বিপদে পড়বে। তার মানে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে ২১শে আগস্টের রায় কী তাহলে সরকারের ডিকটেশনে লেখা হচ্ছে?’
দেশের জনগণ আর একতরফা নির্বাচন হতে দেবে না বলেও মন্তব্য করেন রিজভী।