জাতীয় পার্টি ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে





জাতীয় পার্টিআগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘সম্মিলিত জাতীয় জোট’-এর ব্যানারে মহাসমাবেশ করতে চায় জাতীয় পার্টি। রবিবার (৭ অক্টোবর) দলের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে সদস্যদের। সভায় জানানো হয়, আগামী নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার একক দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে। যৌথসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম.এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, শেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাড. সালমা ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, মহসিন রশীদ, মশিউর রহমান রাঙা, সোলায়মান আলম শেঠ, আলহাজ্ আতিকুর রহমান খান, আব্দুর রশিদ সরকার, মেজর (অব.) মো. খালেদ আখতার, মুজিবুর রহমান সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান, মো. সেলিম উদ্দিন, একেএম মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহজাবিন মোর্শেদ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, শফিকুল ইসলাম জিন্নাহ, জিয়াউল হক মৃধা, শওকত চৌধুরী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, প্রাদেশিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো. ইলিয়াস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, নির্বাহী সদস্য খোরশেদ আরা হক, মো. আলতাফ হোসেন, শাহানারা বেগম এবং অধ্যাপক ডা. মো আক্কাস আলী।