গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যকর উদ্যোগের দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর

সমবাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির ও চরমেনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমঅবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমেনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ  রাষ্ট্রপতির কাছে দেশবাসী প্রত্যাশা করে। এরপরও দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।’ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে হাউজ বিল্ডিংয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশবাসী আর কোনও তামাশার নির্বাচন মেনে নেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাস করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে একজন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলীয় আজ্ঞাবহ কমিশনের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের অধীনে নিবন্ধিত সব দলের অভিমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’ তিনি বলেন, ‘জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি এ দাবিগুলো পূরণ করে জাতিকে সামনের একটি ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করবেন।’

চরমোনাইপীর বলেন, ‘রাজনৈতিক নৈরাজ্য ও প্রতিহিংসার আগুন যেভাবে ধেয়ে আসছে, তা যদি নির্মূল করা না যায়, তাহলে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশের মতো আমাদের দেশেও গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার আলামতই দিন দিন প্রকট হচ্ছে। আর এ সুযোগে আমাদের দেশে বিদেশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী অপশক্তিগুলোহ ঘাঁটি গেড়ে বসার সুযোগ পাবে। যার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ আহমাদ, আশরাফ আলী আকন, এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূর প্রমুখ।

সমাবেশ শেষে দলটির দলটির মহাসচিব ইউনুছ আহমাদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল নিরপেক্ষ ও  অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারক লিপি দেয়।