‘আ.লীগ সরকারের আমলে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে বেশি’

ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে ইসলামিক জ্যাস্টিস পার্টির তবিনিময় সভাআওয়ামী লীগ সরকারের আমলে ইসলামের প্রচার ও প্রসার সবচেয়ে বেশি হয়েছে বলে দাবি করেছেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কো-চেয়ার‌ম্যান এম এ আউয়াল এমপি। তিনি বলেন, ‘আমাদের সবার উচিত এই সরকারকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সহযোগিতা করা।’

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে ইসলামিক জ্যাস্টিস পার্টির এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আউয়াল বলেন, ‘আওয়ামী লীগ সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। এই সরকার ইসলামের প্রচার–প্রসারে অনেক কাজ করেছে। এই সরকারের আমলে সব ধর্মের মানুষ  নিরাপদে ধর্ম পালন করতে পারছে। তাই এর ধারাবাহিতা ধরে রাখতে আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে।’

ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এই নেতা বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক শেখ মজিবুব রহমান। সেই দেশ বিনির্মাণের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বদরবারে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করছেন। শেখ হাসিনা আজকে বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম।’

দেশ ও এই সরকার নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়াল বলেন, ‘আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ইসলামি ভাবধারার যেসব দল আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রকে প্রতিহত করে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামিক জ্যাস্টিস পার্টির চেয়ারম্যান মাওলানা শেখ খালেদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মহাসচিব অ্যাডভোকেট মো. নরুল ইসলাম খান, শাহ আহমদ উল্লাহ আশরাফ, মুফতি মাহদী হাসান বুলবুল, মুফতি মুহিব্বুল্লাহ প্রমুখ।