সাত দলের সমন্বয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ গঠন

১১সাতটি বাম দলের সমন্বয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ গঠন করা হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফ্রন্টের ঘোষণা দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

সংবাদ সম্মেলনে ফ্রন্টের সমন্বয়ক সামাদ বলেন, প্রাথমিকভাবে আমরা সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ৭ টি দল- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টি, বাংলাদেশের সমতা পার্টি এবং বাংলাদেশ শ্রমিক পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছি। আমাদের জোটের নাম হবে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’। এই বাম ঐক্যে দেশের দুর্নীতিবাজ, লুটেরা, ধনী শ্রেণির ফ্যাসিবাদী শাসন এবং সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের নিজস্ব শক্তির সমাবেশ করানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) আহ্বায়ক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক সহিদুর রহমান, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি ফরহাত চৌধুরী, বাংলাদেশ শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তপন কর্মকার প্রমুখ।