সরকার নির্বাচন খেয়ে ফেলতে চায়, ঐক্যফ্রন্টের সমাবেশে নেতারা



সমাবেশে ঐক্যফ্রন্ট নেতারা
বর্তমান সরকার অতীতের মতো আগামী নির্বাচনও খেয়ে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান জনসভায় বিভিন্ন দলের নেতারা এ অভিযোগ করেন। এ সময় সরকার ব্যাংক লুট করেছে এবং হাজার কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ করেন তারা।

সমাবেশে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অভিযাগ করেন, ‘গত ৮/৯ বছরে সরকার ৬ লাখ কোটি টাকা পাচার করেছে। শেয়ারবাজার থেকে ৮০ হাজার কোটি টাকা চুরি করেছে। ২০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে।’

আবদুল মালেক রতন বলেন, ‘সরকার বিগত দিনের মতো নির্বাচন খেয়ে ফেলতে চায়। ঐক্যফ্রন্টের সাত দফা না মানলে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে।’

এ সময় তিনি নেতাকর্মীদের আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘একটি শাসক দল যখন অত্যাচার শুরু করে, বুঝতে হবে তাদের বিদায় কাছাকাছি। আমি সেই বিজয় দেখতে পাচ্ছি। সাত দফার বিজয় হবে।’

বিএনপি জোটের শরিক এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না। খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনও আপস নেই।

সমাবেশে নিজ বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার প্রথমে প্যারোলে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। তবে পরে অবশ্য পরিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।

বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের জাতীয় সমাবেশ শুরু হয়। দুইটা নাগাদ উদ্যানের পূর্বদিক নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ঐক্যফ্রন্টের সমাবেশে আগত নেতাকর্মীরাসরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, প্রধান অতিথির বক্তব্য দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সমাবেশের প্রধান বক্তা জেএসডি সভাপতি অাসম অাবদুর রব। সমাবেশে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখছেন।

সমাবেশে ইতোমধ্যে নাগরিক ঐক্যের এসএম অাকরাম, খেলাফত মজলিসের মহাসচিব অাহমদ অাবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অাবদুর রকিব, জেএসডির তানিয়া ফেরদৌসি, বিকল্প ধারার নুরুল অালম বেপারী, বিএনপির ভাইস চেয়ারম্যান অাবদুল্লাহ অাল নোমানসহ অনেকে বক্তব্য দিয়েছেন।