ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি পূরণ না হলে নির্বাচন হবে না: গয়েশ্বর

সমাবেশ মঞ্চে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাজাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফা দাবি নিয়ে মাঠে নামলে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি পূরণ না হলে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। আমরা দাবি আদায় করবো। কারও কাছে ভিক্ষা চাই না।’ মঙ্গলবার (৬ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, খালেদা জিয়াকে কেন প্যারোলে জামিন বা মুক্তি নিতে হবে? সময় এসেছে, আপনাদের (আওয়ামী লীগ) প্যারোলে কবরে যেতে হবে।’’

সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে। এখন জাতীয় ঐক্যফ্রন্টের করণীয় একটাই, আজকের মতো প্রতিটি কেন্দ্রে হাজার হাজার লোক উপস্থিত করা। এটাই হবে মুক্তির একমাত্র পথ।’ তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের কাজ হচ্ছে বিচার বিভাগের চিকিৎসা করা। যেসব বিচারক চোখ বন্ধ করে রাখেন, সুষ্ঠু বিচার করতে পারেন না, তাদের চিকিৎসা করা। যেন তারা সুষ্ঠু বিচার করতে পারেন।’

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।