তফসিল না পেছালে ইসি অভিমুখে পদযাত্রা: মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরবুধবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে দাবি না মানা হলে ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংলাপে দাবি না মানলে ৮ নভেম্বর রোডমার্চ করে রাজশাহীতে যাবো, ৯ নভেম্বর সেখানে সমাবেশ হবে।’

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের দাবি না মানার আগেই তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করা হবে।’ তবে কবে নাগাদ এই পদযাত্রা করা হবে তা উল্লেখ করেননি তিনি। সমাবেশ থেকে বলা হয়, পরবর্তীতে পদযাত্রার সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আগামীকাল (বুধবার, ৭ নভেম্বর) সংলাপ হবে। আমরা শান্তি চাই। অশান্তিতে বিশ্বাস করি না। কিন্তু সংলাপ নিয়ে কোনও নাটক করলে হবে না। ’

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জনসভা করা হয়।

 আরও পড়ুন:

আপসহীনভাবে আন্দোলন চালিয়ে যাবো: ড. কামাল

খালেদা জিয়ার জন্য জীবন দেবো: মান্না

ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি পূরণ না হলে নির্বাচন হবে না: গয়েশ্বর

ঐক্যফ্রন্টের সমাবেশে আসার পথে নেতাকর্মীদের পুলিশি বাধার অভিযোগ