বুধবার ইসিতে যাবে আ. লীগের প্রতিনিধি দল



আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাবে। বুধবার (৭ নভেম্বর)  বিকাল চারটায় নির্বাচন কমিশনে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের নির্বাচনি কোর কমিটির সদস্য এবি এম রিয়াজুল কবির কাওসার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।


আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে , নির্বাচনি কোর কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমারের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার বিকালে নির্বাচন কমিশনে যাবে। প্রতিনিধি দলে আরও আছেন, লে. কর্নেল (অব) ফারুক খান, রাশেদুল হক, ড. আব্দুস সোবহান গোলাপ, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওসার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আখতার পপি, তানভীর ইমাম, ফজিলাতুন্নেসা বাপ্পি, এনামুল হক চৌধুরী, ডা. সেলিম মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান বাবলা।