৪৮ বছরেও দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না: খালেকুজ্জামান

বাসদের সমাবেশের বক্তব্য রাখছেন রাজেকুজ্জামান রতনস্বাধীনতার ৪৮ বছর পরও দেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। তিনি বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন করতে সুশাসন প্রতিষ্ঠানে (নির্বাচন কমিশন) ভারসাম্য থাকা দরকার। রাজনৈতিক দলগুলোর আচরণগত প্রস্তুতি থাকা দরকার। কিন্তু বর্তমানে এগুলোর কিছুই নেই।’

শুক্রবার (৯ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০১তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারের সমালোচনা করে কমরেড খালেকুজ্জামান বলেন, ‘ইভিএম ব্যবহারে প্রায় সব রাজনৈতিক দল আপত্তি করেছিল। অথচ কোটি কোটি টাকা খরচ করে এই প্রযুক্তি কেনা হচ্ছে। সেখান থেকেও অর্থ লুট হচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দেশ থেকে কোটি কোটি টাকা চুরি হয়ে গেল, অথচ সেগুলো ফেরানো গেল না।’

দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনও বিচার ২০ বছর ঝুলে থাকে, আবার কোনও বিচার ২০ দিনেও শেষ হয়ে যায়। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। গত ৯ মাসে সারাদেশে ৪৯৩ জনকে ‘বন্দুকযুদ্ধে’র নামে হত্যা করা হয়েছে। আবার নতুন করে শুরু হয়েছে গায়েবি মামলা,  আটক-গ্রেফতার বাণিজ্য ও নির্যাতন।’

গার্মেন্ট শ্রমিকদের জন্য সরকার কোনও উদ্যোগ নেয়নি উল্লেখ করে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, ‘২০০৯ সালে গার্মেন্ট শ্রমিকদের বেতন ছিল ১৬শ’ টাকার কিছু বেশি। আমরা দাবি করলাম ৫ হাজার টাকা। ২০১০ সালে আমরা দাবি করলাম ৮ হাজার টাকা, সরকার করলো ৩ হাজার টাকা। ২০১৩ সালে ১৩ হাজার টাকার দাবি করলাম, সরকার করলো ৫ হাজার ৩০০ টাকা। শ্রমিকদের বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই।’

রতন আরও বলেন, ‘সরকার নাকি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। তারা মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভর করে আছে। সরকার যদি মুক্তযুদ্ধের চেতনায় বিশ্বাস করতো, তাহলে সরকারি কর্মকর্তাদের বেতন আর বেসরকারি কর্মকর্তাদের বেতনে এত পার্থক্য হতো না। শ্রম আইনে বলা আছে— শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। কিন্তু ৫০ লাখ পরিবহন শ্রমিকের কোনও নিয়োগপত্র নেই। এখন আবার তাদের মাথার ওপর খুনের খড়গ বসিয়েছে। কিন্তু তাদের অধিকার নিয়ে সরকার কিছুই বলছে না।’

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে বলে ঘোষণা দেয় বাসদ। সমাবেশের পর সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়  ঘুরে ফের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।