ড. রাজ্জাক ও ফারুক খান আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত

আওয়ামী লীগ (দলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক ও কর্নেল (অব.) ফারুক খান। আওয়ামী লীগের একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাকে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।’ তবে স্থায়ীভাবে এ বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা এখনও জানেন না তিনি।

প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য ছিল ১১ জন। এরমধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় একটি সদস্যপদ খালি ছিল। নতুন করে দুজন যোগ হওয়ায় সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য সংখ্যা ১২ জনে দাঁড়ালো।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:
শেখ হাসিনা (সভাপতি), ওবায়দুল কাদের, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দীন, রশিদুল আলম, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের দায়িত্ব এই সংসদীয় মনোনয়ন বোর্ডের।