সংসদ নির্বাচন করবেন জোনায়েদ সাকি

জোনায়েদ সাকিবাম গণতান্ত্রিক জোটের নেতাদের নির্বাচনে অনীহা থাকলেও একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই জোটের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সংসদীয় আসন ঢাকা-১২ বা ঢাকা-১৮ থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম দাখিল করবেন তিনি। গণসংহতি আন্দোলনের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণসংহতি আন্দোলন চাইলে আমি নির্বাচন করবো। যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেহেতু আমি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবো। সেক্ষেত্রে ঢাকা ১২ বা ঢাকা ১৮ হতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও কয়েকদিন সময় লাগবে।’

উল্লেখ্য, ২০১৫ সালে জোনায়েদ সাকি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনের দিন কারচুপির অভিযোগে তিনি ফল প্রত্যাখ্যান করেন।

এদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের জন্য গণসংহতি আন্দোলনের ৯ সদস্যবিশিষ্ট মনোনয়ন বোর্ড গঠিত হয়েছে। বুধবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই বোর্ড গঠন করা হয়।